মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) ডাকাতির সময় পুলিশ দেখে পালাতে গিয়ে নিহত হয়েছে এক ডাকাত সদস্য।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়। এদিকে, ওই ডাকাতদের দায়ের কোপে আহত হয়েছেন ইমাম (১৭) ও হৃদয় (১৮) নামের দুই সিএনজি যাত্রী। আহতরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, রোববার (১১ সেপ্টেমবর) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেউটখালী এলাকায় ঢাকামুখী সার্ভিস লেনে বৃষ্টির মধ্যে রাস্তায় ব্যারিকেড দেয় ডাকাতদল। এ সময় সাত থেকে আট জনের সংঘবদ্ধ দল একাধিক গাড়িতে ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতেরা পালিয়ে যায়। দ্রুত পালিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে একজন নিহত হয়।
এ প্রসঙ্গে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ