নগরীর শিরোমনি এলকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়েছে র্যাব।
রোববার (১১ সেপ্টেম্বর) দিনভর চালানো অভিযানে ৩০ জন দালালকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ১৯ জনকে ৭ দিন থেকে ১ মাস মেয়াদে কারাদণ্ড ও ৬ জনকে ২০০ টাকা থেকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পাঁচজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।
১ মাসের সাজাপ্রাপ্তরা হলেন মোঃ আহাদ আলী, মাসুম হোসেন, মোক্তার হোসেন, রুহল আমিন, রাইজুল ইসলাম, জহিরুল ইসলাম, আব্দুল কাদের, শাকির হোসেন। ১৪ দিনের সাজাপ্রাপ্তরা হলেন, বেল্লাল হোসেন, মোঃ ইকবাল, আহসান হাবিব, আঃ রাজ্জাক, সুভাষ চন্দ্র সরকার, মনিরুল ইসলাম, রবিউল মোল্লা, মোঃ নাইম, দেবাশিষকে ১০ দিন এবং ইকলাছ, বিশ্বজিৎ দাস, মোঃ রাশেদুল ইসলাম হোসেনকে ৭ দিনের সাজা প্রদান করেন।
এছাড়া অর্থদণ্ডপ্রাপ্তরা হলো মোঃ সোহেল রানা ২০ হাজার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আতিয়ার ও মোঃ কামাল হোসেন ১০ হাজার, আরিফুজ্জামান ৩ হাজার ও রাজিব মল্লিককে ২ শ’ টাকা জরিমানা করা হয়।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ