কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থানীয় সাংসদ জাফর আলম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া ২৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য জাফরের অনুসারি হিসেবে পরিচিত আবু মুছা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন জয়নাল পেয়েছেন ৯৮ ভোট। সাংসদ জাফর আলম পূর্বের কমিটির সভাপতি ও মুছা প্রচার সম্পাদক ছিলেন। এদিকে বর্জনের পরও উৎসব মুখর পরিবেশে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে সম্মেলন ও কাউন্সিল।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, দীর্ঘ সাড়ে নয় বছর পর শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় চকরিয়া সরকারি কলেজে সম্মেলন এবং বিকেল তিনটায় পাশের আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
তবে কাউন্সিলর তালিকায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলন করেন চকরিয়া উপজেলার একটি অংশ। এই অংশটির নেতৃত্বে রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহ-সভাপতি সরওয়ার আলম।
সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সম্পাদক রনজিত দাশ, মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক প্রমুখ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ