ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫০

নাটোরের লালপুরে আব্দুলপুর রেলস্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, আগুন লাগায় ইঞ্জিনটি বিকল হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছালে হঠ্যৎ ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণ করেন, তবে আগুন লাগায় ইঞ্জিনটি বিকল হয়েছে। ইঞ্জিন বিকল হওয়ায় ইতিমধ্যে ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন রওনা হয়েছে। ইঞ্জিন আসলে পুনরায় ট্রেনটি যাত্রা শুরু করবে।

তিনি আরও জানান, ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ থেকে ধোঁয়া বের হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ