নরসিংদীর মনোহরদীতে ধর্ষণের শিকার হয়ে এক নারী শ্রমিক (৩৫) গর্ভবতী হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ আল আমিন (৪৫) নামের আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার ( ৭ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আল আমিনের বাড়ি মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী গ্রামে। তিনি হাতিরদিয়া বাজারের রয়েল ডেকোরেটরের মালিক। ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারী তিন বছর ধরে রয়েল ডেকোরেটর দোকানে থালাবাসন পরিস্কারের কাজ করতেন। এ সুযোগে আল আমিন ওরফে আবু বকর সিদ্দিক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ১৫ মে সন্ধ্যায় দোকানে কাজ করছিলেন তিনি। এস ময় বৃষ্টি নামলে লোকজন না থাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে অভিযুক্ত। পরবর্তীতে আরও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে আল আমিনকে বিয়ের জন্য অনুরোধ করেন। এ সময় আল আমিন তাকে ভ্রুন নস্ট করতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেন আল আমিন।
এ ঘটনায় মঙ্গলবার ওই নারী বাদী হয়ে আল আমিন ওরফে আবু বকর সিদ্দিককে আসামি করে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আল আমিনকে আটক করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, এক নারীর করা ধর্ষণ মামলায় আল আমিন ওরফে আবু বকর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ