ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় বিকাশ এজেন্টের টাকা ছিনতাই

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ছিনতাইয়ের কবলে পরেছেন এক বিকাশ এজেন্ট। এ সময় তার কাছে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লস্কারি খাজরা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আহসান উল্লাহ বশির (৪৬) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লস্কারি খাজরা গ্রামের মৃত নজির ঢালীর ছেলে। তিনি স্থানীয় প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নে একজন বিকাশ এজেন্ট হিসাবে কাজ করতেন।

আনুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স.ম. নুরুল আলম জানান, বিকাশ এজেন্ট আহসান উল্লাহ বশির স্থানীয় বিছট বাজার, নাকনা এবং প্রতাপনগরসহ আশেপাশের বাজারের ব্যবসায়িদের সাথে বিকাশে টাকা লেনদেন করতেন। বশির মঙ্গলবার রাতে বিছট বাজারের ব্যবসায়িদের কাছ থেকে পাওনা নগদ ৫৫ হাজার ২০০ টাকা নিয়ে বাইসাইকেলে প্রতাপনগর ইউনিয়নের লস্কারি খাজরা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রাত সাড়ে ৯ টার দিকে লস্কারি খাজরা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর জনৈক আজিজের বাড়ির কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকামুখে কালো কাপড় বাধা তিনজন দুষ্কৃতিকারি তার গতিরোধ করে। তারা লাথি মেরে বশিরকে সাইকেল থেকে বাঁধের উপর ফেলে দিয়ে তার কাছে থাকা নগদ ৫৫ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর পরই সেখানে আসা একটি মটরসাইকেলে উঠে তিন দুষ্কৃতিকারি দক্ষিণ দিকে চলে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বিকাশ এজেন্ট আহসান উল্লাহ বশির আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ