ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শাহবাগে ‘এইডস রোগীর’ মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:০২

রাজধানীর শাহবাগের শিববাড়ি এলাকার ফুটপাত থেকে মিলন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এইডসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশের সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস বলেন, শিববাড়ি রাসেল টাওয়ারের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত ব্যক্তির এইচআইভি (এইডস) পজেটিভ ছিল। কেয়ার বাংলাদেশ থেকে নিয়মিত ওষুধ সেবন করতেন। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে মো. রকি নামে এক ব্যক্তি জানান, মৃত মিলনের বাড়ি জামালপুর জেলায়। বাবার নাম মৃত শাহজাহান। দ্বীর্ঘদিন ধরে এইডসে আক্রান্ত ছিলেন মিলন। তিনি নিজেও এইডসে আক্রান্ত। তারা দুজন শিববাড়ি ফুটপাতে ঘুমাতেন। মিলন কারওয়ান বাজারে লেবারের কাজ করতেন বলেও জানান রকি।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ