ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমি নির্বাচনের জন্য রাজনীতি করিনা : কাদের সিদ্দিকী

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি নির্বাচনের জন্য রাজনীতি করিনা, আমি জনগণের জন্য রাজনীতি করি। এখন শুধু মুক্তিযুদ্ধের কথা বললে হবে না, মানুষের খাওয়া পড়ার কথাও বলতে হবে।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সম্মেলনে বঙ্গবীর বলেন, আমি কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি প্রত্যেক মানুষ যেন তার প্রাপ্য সম্মান পায় সেই জন্য। যে যেই দল করুক, যে যেই মতেরই হোক না কেন তাকে যথাযথ সম্মান দিতে হবে। প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবো, না হয় করবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা।

তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তার কথা বলতে হবে, রাস্তা-ঘাটের বিশৃঙ্খলার কথা বলতে হবে। যে পাকিস্তানিরা আমাদেরকে কুকুর বিড়ালের মতো তাড়িয়েছে সেই পাকিস্তানিদেরকে আমরা শিয়ালের মতো তাড়া করেছিলাম। সেই জন্য প্রত্যেক দিন যদি সংগঠন করো তাহলে তোমাদের কারো কাছে যেতে হবে না। তোমাদের সংগঠনের কাছে বড় বড় নেতারা আসবে।

এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তবে তোমরা গরীবের কাছে যাবা, রিকশা চালকের কাছে যাবা, কৃষকের কাছে যাবা, ঘরের মা বোনদের কাছে যাবা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এসব আমাদের কাছে কিছু না।

এসময় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঞ্জুর সঞ্চালনায়, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ. টি. এম. ছালেক হিটলুসহ কৃষক শ্রমিক জনতা লীগ, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, মহিলা আন্দোলনের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ