ভোলার লালমোহনের বাত্তিরখাল মৎস্য ঘাট এলাকার মেঘনা নদী থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার মঙ্গলসিকদার ইউনিয়নের বাত্তিরখাল মৎস্য ঘাটে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো. আনিসুর রহমান তালুকদারের নেতৃত্ব র্যাব, পুলিশ ও কোস্টগার্ড এ যৌথ অভিযান পরিচালনা করেন। মঙ্গলসিকদারের বাতিরখাল এলাকা থেকে এসব জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার জানান, এসব পাই জালে ছোট বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ