ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাঙামাটিতে হরতাল চলছে 

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬

রাঙামাটিতে অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে ৩২ ঘণ্টার হরতাল চলছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামীকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত রাঙামাটি শহরে ৩২ ঘণ্টার হরতাল চলবে।

এদিকে হরতালের কারণে রাঙামাটি শহরে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি এবং শহরের অভ্যন্তরীণ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। শহরের দোকান-পাটও বন্ধ রয়েছে। এতে করে সাধারণ মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হরতালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রাঙামাটি শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার (০৫ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ হরতালের ঘোষণা দেয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ