ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাঙামা‌টি‌তে মঙ্গলবার থে‌কে ৩৮ ঘণ্টার হরতাল

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩২ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৮

বি‌ত‌র্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্প‌ত্তি ক‌মিশ‌নের বৈঠক বা‌তি‌ল ও ৭ দফা দা‌বি বাস্তবায়‌নের দা‌বি‌তে রাঙামা‌টি‌ জেলা সদ‌রে ৩৮ ঘণ্টার হরতাল ডে‌কে‌ছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক প‌রিষদ। ত‌বে, হরতা‌লের আওতামুক্ত থাক‌বে অন্য নয় উপ‌জেলা। আগামী ৭ সে‌প্টেম্বর রাঙামা‌টি‌তে ভূমি ক‌মিশ‌নের বৈঠক অনু‌ষ্ঠিত হওয়ার কথা র‌য়ে‌ছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙামা‌টি শহ‌রের এক‌টি রেস্টু‌রে‌ন্টে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে পার্বত্য চট্টগ্রাম নাগরিক প‌রিষদের চেয়ারম্যান কাজী মু‌জিবুর রহমান এ ঘোষনা দেন।

মঙ্গলবার সকাল ৬টা থে‌কে বুধবার দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পা‌লিত হ‌বে ব‌লে সংবা‌দ স‌ম্মেল‌নে জানা‌নো হয়

সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্প‌ত্তি ক‌মিশ‌ন আইন বাস্তবায়ন হ‌লে পার্বত্য চট্টগ্রা‌মের অধিকাংশ মানুষ ভূমিহীন হ‌বে। এটি এক‌টি কা‌লো আইন। এ আইন অবিল‌ম্বে বা‌তিল কর‌তে হ‌বে।

এসময় তি‌নি যে ৭ দফা দাবী তু‌লে ধ‌রেন, তা হল- পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে জনসংখ্যা অনুপাতে সকল জাতিগোষ্ঠী থেকে সমান সংখ্যক সদস্য নিশ্চিত করতে হবে । পার্বত্য চট্টগ্রামে ভূমি নিরোধ নিষ্পত্তি এর কার্যক্রম শুরুর পূর্বে, ভূমির বর্তমান অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি জরিপ সম্পন্ন করতে হবে। জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ভূমির উপর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৬ এর ধারা সমূহ বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রবর্তন করতে হবে এবং সমতলের ন্যায় জেলা প্রশসকগণকে ভূমি বিরোধ নিষ্পত্তির অধিকার দিতে হবে। কমিশন কর্তৃক ভূমি বিরোধ নিষ্পত্তির কারণে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্থ হলে তাকে পার্বত্য চট্টগ্রামে সরকারী খাস জমিতে পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পার্বত্য চট্টগ্রামে তথাকথিত রীতি, প্রথা ও পদ্ধতির পরিবর্তে দেশে বিদ্যমান ভূমি আইন অনুসারে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা কর হবে। বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী জেলা প্রশাসক কর্তৃক বন্দোবস্তীকৃত অথবা কবুলিয়ত প্রাপ্ত মালিকানা থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না ।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক প‌রিষদের কে‌ন্দ্রিয় মহাস‌চিব আলমগীর ক‌বির, কে‌ন্দ্রিয় সাংগঠ‌নিক সম্পাদক আনিসুজ্জামান ডা‌লিম, জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠ‌নিক সম্পাদক আবু বক্কর সি‌দ্দিক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র প‌রিষ‌দের কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সি‌নিয়র সহ সভাপ‌তি মো. হা‌বিব আজম, পার্বত্য চট্টগ্রাম ম‌হিলা প‌রিষ‌দের রাঙামা‌টি শাখার সাধারণ সম্পাদক আছমা ম‌ল্লিক, সাংগঠ‌নিক সম্পাদক লাভলী আক্তার উপ‌স্থিত ছি‌লেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ