ভোলায় মেঘনা নদীতে ভাসতে থাকা এক অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। নিহত যুবকের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চর কাঞ্চন এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করে জানান, সকালের দিকে স্থানীয় জেলেরা ওই এলাকার মেঘনা নদীতে মাছ শিকারের সময় একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে কোস্টগার্ডকে খবর দেয়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করে। পরে আমরা মরদেহটি তজুমদ্দিন থানায় হস্তান্তর করি। তবে মরদেহের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরনে একটি পাঞ্জাবী ও হাতে ঘড়ি রয়েছে। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
তজুমদ্দিন থানার কর্মকর্তা (ওসি) মোৎ মাকসুদুর রহমান মুরাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আমরা মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবো। নিহতের পরিচয় খোঁজার চেস্টা চলছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ