ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

একসঙ্গে দুই ডোজ টিকা দেয়া হল নারীকে

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২১, ১৮:২১
একসঙ্গে দুই ডোজ টিকা নেয়া ইসমত আরা

সরকারের নির্দেশনা মোতাবেক শনিবার ৭ আগস্ট থেকে সারাদেশে গণটিকা কর্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই এক স্বাস্থ্যকর্মী অতিরিক্ত চাপে ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দিয়েছেন।

শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা গ্রহিতার স্বামী নাহিদুল হক স্বপন জানান, পাটকিয়া বাড়ী দাখিল মাদরাসা টিকা কেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই। এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হচ্ছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার স্ত্রী টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন। এখন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তায় রয়েছেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ভুলবসত এক মহিলাকে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার পর থেকে ওই মহিলার স্বাস্থ্যগত খোঁজ রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। ভিড় বেশি হওয়ার কারণে এটা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ