ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি!

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২১, ১৭:২৪

রাজশাহীতেও কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি হয়েছে। হঠাৎ করে প্রতি কেজি কাঁচা মরিচ রাজশাহীতে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে রাজশাহীতে ৩০-৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। একদিন আগে মরিচ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকা দরে । অথচ শনিবার রাজশাহীতে ২০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে। হঠাৎ কাঁচা মরিচের দাম বৃদ্ধিতে হতভম্ব ক্রেতারা। কি কারণে মরিচের ডাবল সেঞ্চুরি হলো তা জানতে চান ক্রেতারা।

রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবার তিনি ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছেন। এক দিনের ব্যবধানে মরিচের দাম ২০০ টাকায় উঠে যাওয়ায় রীতিমতো বিস্মিত হন তিনি। কি কারণে মরিচের দাম বৃদ্ধি তা জানা দরকার বলে মনে করেন তিনি।

রাজশাহীর সবচেয়ে বড় মরিচের পাইকারি বাজার খড়খড়ি বাইপাস। সেখানকার ব্যবসায়ীরা জানান, খড়খড়িতে প্রতিদিন দেড় থেকে তিন হাজার মণ কাঁচা মরিচ কেনাবেচা হয়। খড়খড়ির মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে যায়।

শুক্রবার সেখানে পাইকারি বাজারে ১৩০ থেকে ১৩২ টাকা কেজি দরে মরিচ কেনাবেচা হয়েছে। শনিবার দাম বাড়তি। সেখানে এখন পাইকারি বাজারে কেজি প্রতি মরিচের দাম দেড় শত টাকা। খুচরা বাজারে ২০০ টাকা দরে মরিচ বিক্রি হচ্ছে।

কৃষকরা ও ব্যবসায়ীরা জানান, তীব্র বর্ষণের কারণে মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। তাই আমদানি কম, দাম বেশি। ফলে কৃষকরা ভালো দাম পেলে মরিচের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে জানান তারা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ