রাজশাহীর তানোরে বহুল আলোচিত শহীদুল হত্যা মামলার প্রধান আসামি ময়েজ উদ্দিনকে (৫০) পাশের জেলা নাটোর থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মণ্ডলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত ময়েজ উদ্দিন রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
খুন করে ছয় বছর ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। দীর্ঘ দিন পর অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র্যাব ৫ এর সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরের মধ্যেই তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব ৫ এর সিপিসি ২ কোম্পানীর উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, খুনের পর ময়েজ উদ্দিন ছয় বছর ধরে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মণ্ডলপাড়া গ্রাম থেকে আটক করা হয়। তিনি রাজশাহীর তানোর উপজেলার শহীদুল হত্যা মামলার ১ নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শহীদুলকে হত্যা করার কথা স্বীকার করেন। বর্তমানে আসামিকে রাজশাহীর তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে ময়েজ উদ্দিন ও তার সহযোগীরা ওই গ্রামের শহীদুলকে (৪১) হত্যা করেন। পরে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় শহীদুলের স্ত্রী সফেরা বেগম বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা করেন। তবে ঘটনার পর থেকে ময়েজ উদ্দিন পলাতক ছিলেন।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ