ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিশালাকৃতির মৃত তিমি

প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৫

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত তিমি। এতে সৈকত এলাকায় এখন তিমির পঁচা দেহাবশেষ দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এই তিমিটি বেলিন প্রজাতির বলে জানিয়েছেন গবেষকরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান এলাকায় অর্ধগলিত এই তিমির দেহাবশেষ ভেসে আসে।

স্থানীয়রা জানান, সকালে সৈকতে এক মোটরসাইকেল চালক মৃত তিমিটি দেখতে পান। পরে বন বিভাগকে অবহিত করা হয়। এর আগে ২০১৮ সালে সৈকতে বিশালাকৃতির আরও একটি তিমি ভেসে এসেছিলো।

পটুয়াখালী ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এটি একটি বেলিন প্রজাতির তিমি। স্তন্যপায়ী এসব প্রাণী মূলত গভীর সাগরের ঠান্ডা জলে থাকতে পছন্দ করে। ইতোমধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করেছি। তারা এটির নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছে। তবে আমরা এটির নমুনা সংগ্রহ করেছি।

মহিপুর থানা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। প্রাণীটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেয়া হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ