সাতক্ষীরায় শুরু হয়েছে গণটিকাদান। শনিবার সকাল ৯টা থেকে হয়ে চলে বিকাল ৩ টা পর্যন্ত।
সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৮৭ টি নির্ধারিত কেন্দ্রে এ কার্যক্রম চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে প্রচুর ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড়ও চোখে পড়ার মতো।
জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, প্রত্যেকটি ইউনিয়নে ৬০০ করে করোনা টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৪-১৯ আগস্ট পর্যন্ত আবার এই গণটিকা কর্মসূচী শুরু হবে।
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ