ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরার ৮৭ কেন্দ্রে শুরু হয়েছে গণটিকাদান

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২১, ১৬:২৮

সাতক্ষীরায় শুরু হয়েছে গণটিকাদান। শনিবার সকাল ৯টা থেকে হয়ে চলে বিকাল ৩ টা পর্যন্ত।

সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৮৭ টি নির্ধারিত কেন্দ্রে এ কার্যক্রম চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে প্রচুর ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড়ও চোখে পড়ার মতো।

জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, প্রত্যেকটি ইউনিয়নে ৬০০ করে করোনা টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৪-১৯ আগস্ট পর্যন্ত আবার এই গণটিকা কর্মসূচী শুরু হবে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ