ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাঙামাটি জেলা পরিষদ সদস্যের বাড়িতে গুলি

প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৮

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর বাড়ি লক্ষ্য করে দুই দফা গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সময় অংসুইছাইন চৌধুরী নিজ বাড়িতে থাকলেও প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫ টা এবং রাত ৮ টার পর কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে দফায় দফায় এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।

জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে দুই দফায় এই ঘটনা ঘটিয়েছে। আমার অপরাধ আমি আওয়ামী লীগ করি। তাই জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা এই কাজ করেছে।

যেকোন সময় নিজের প্রাণহানী হতে পারে মনে করে তিনি অবিলম্বে চিৎমরমে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান তিনি।

চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়রা এখন আতঙ্কের মধ্যে আছে।

জেএসএস রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা জানান, গুলি চালানোর ঘটনায় জেএসএস কে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কাপ্তাইয়ে জেএসএস এর কোন সাংগঠনিক কার্যক্রম নেই।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ