প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে বরগুনা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে দলটির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
এসময় মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রেসক্লাব প্রাঙ্গণে এলে পুলিশের বাধার সম্মুখীন হয়। তবে এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সভাপতি ফারুক হোসেন মোল্লা, জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান জাহিদ, ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক সজীব প্রমুখ।
এদিকে মুখোমুখি অবস্থান নেওয়ায় জেলার পাথরঘাটা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
তারা আরও জানান, বেতাগীতে শান্তিপূর্ণভাবে মিছিল হয়েছে। তবে তালতলীতে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছে উপজেলা বিএনপি।
অপরদিকে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করায় পাথরঘাটায় ছাত্রলীগ অবস্থান নেয়। এর বেশি কিছু হয়নি।
তবে সকল প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ