ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ময়মনসিংহে খোলা বাজারে চাল বিক্রি শুরু

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

সারাদেশের ন্যায় ময়মনসিংহেও বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ময়মনসিংহ জেলার ১৪৫টি ইউনিয়নে মোট ২ লাখ ৯৮ হাজার ৪৮ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি হারে প্রায় ৮৯৪২ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আমিনুল এহসান ও জেলা খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।

প্রেস বিফ্রিং এ জানানো হয়, ওএমএস কার্যক্রম সম্প্রসারণের ফলে বৃহস্পতিবার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ১৭টি দোকানের প্রতিটিতে দৈনিক ২ মেট্রিক টন করে মোট ৩৪ মেট্রিক টন চাল ও ৫০০ কেজি করে মোট ৮৫০০ মেট্রিক টন আটা বিক্রয় করতে পারবে। এতে একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৮ টাকা কেজি দরে মাথাপিছু সর্বোচ্চ ৩ কেজি আটা ক্রয় করতে পারবেন।

পরে গঙ্গাদাস শংকর গুহ রোড এলাকায় ওএমএস চাল খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ