ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারাকান্দায় বৈধ কাগজপত্র না থাকায় ৫ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহের তারাকান্দায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কাগজপত্র না থাকায় পাঁচটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রতিষ্ঠানে নিবন্ধনহীন ও বৈধ কাগজপত্র না থাকায় কারণে রোগ নিরাময় ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, তারাকান্দা চক্ষু সেবা কেন্দ্র, সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বলেন, সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করতে আমাদের এ অভিযান। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বৈধ কাগজপত্র, নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেওয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না বলে জানান তিনি।

এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. ফরায়জী মো. মাহবুবুল আলম, আরএমও দিবাকর ভাট, মেডিকেল অফিসার ডা. মো. ফরিদুল হাসান, ডা. কামরুল ইসলাম কুসুম, ডা. তানজিলুল হাকিম নিলয় ও ডা. রিফাত শাহরিয়ার, তারাকান্দা থানার এসআই মো. হাদিস উদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মন্ডল প্রমুখ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ