ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান, পালালেন মালিকরা

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২২, ১৮:৩৬

রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে সিভিল সার্জনের দপ্তর। এসময় অভিযানের খবরে ক্লিনিকে তালা দিয়ে পালিয়েছে অবৈধ ক্লিনিক মালিকরা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে রাজশাহী নগরীতে এ অভিযানের খবর পেয়ে কমপক্ষে ৫টি ক্লিনিকের মালিক এবং তাদের লোকজন তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুকের নেতৃত্বে নগরীর অবৈধ লাইসেন্স বিহীন ক্লিনিগুলোতে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি ক্লিনিকে জরিমানা করা হয়। খবর পেয়ে অন্যান্য অবৈধ ক্লিনিক মালিক ও তাদের স্টাফরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ ফারুক জানান, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেওয়া হবে না।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ