বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশনার সময়: ২৯ আগস্ট ২০২২, ১৪:১০

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর থেকে কমিয়ে তিন বছর করার মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি বাধার মুখে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইফুল ইসলাম সায়েম, রাকিবুল হাসান রাব্বি, রাকিব হোসাইন ঢালী, মাহামুদুল হাসান রাফি প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমিয়ে ৩ বছর করা হলে এ শিক্ষার প্রতি মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা আগ্রহ হারিয়ে ফেলবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বাধাগ্রস্ত হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা নিয়ে কর্মক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই সাথে উচ্চশিক্ষা বাধাগ্রস্ত হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেবে। শিক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্য শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেনি বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চরমভাবে অপমান করা হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ