ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে ভোমরা স্থলবন্দরে কার্যক্রম বন্ধ

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২২, ১৪:১৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অতিরিক্ত চারশ’ টাকা ট্রাকপ্রতি আনলোড চার্জের দাবি নিয়ে বিরোধে সিএন্ডএফ কর্মচারীদের সাথে শ্রমিকদের সাথে সংঘর্ষে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকাল থেকে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে শনিবার (২৭ আগস্ট) রাতে বন্দরের সিএন্ডএফ কর্মচারীদের সাথে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ ৪ জন শ্রমিক-কর্মচারি আহত হয়েছে।

ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান জানান, ট্রাক প্রতি আনলোড করতে আগে ৮শ’ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে আমরা ১ হাজার ২০০ টাকা দাবি করেছিলাম। এই দাবিতে কর্মবিরতি পালন করছিলাম। শনিবার বিকেলে কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সঙ্গত কারণে সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা বাধা দেয়। এনিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কর্মচারী ইউনিয়নের সাব্বির হোসেন, শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হয়। ট্রাকপ্রতি আনলোড চার্জ ১ হাজার ২০০ টাকা না হলে শ্রমিকরা কাজ করবেনা বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা।

বিষয়ে ভোমরা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সিএন্ডএফের এজেন্ট নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

ভোমরা সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ভারত থেকে আসা গাড়ি থেকে ট্রাক প্রতি ৮০০ টাকা নিতেন শ্রমিকরা। গত একমাস ধরে কয়েকটি সংগঠন তারা ট্রাক প্রতি ১ হাজার ২০০ টাকা করে দাবি করে আসছিলেন। এই বিষয় নিয়ে শনিবার সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও বণিক সমিতি যৌথ মিটিং করে ১১০০ টাকা দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের সিদ্ধান্ত ১৭২২ ও ১৯৬৪ রেজিস্ট্রেশনের ভোমরা কর্মচারী শ্রমিক সংগঠন মেনে নিয়ে শনিবার রাতে কাজ শুরু করে কিন্তু ১১৫৪ ও ১১৫৯ রেজিস্ট্রেশনের ভোমরা কর্মচারী শ্রমিক সংগঠন ১ হাজার ২০০ টাকায় অনড় থাকে। আমার কর্মচারীরা কাগজপত্র ছাড় করাতে গেলে শ্রমিকরা তাদের মারধর করে। এই ঘটনার পর আজ সকাল থেকে সংঘর্ষে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কাইয়ুম বলেন, বিষয়টি জানার পর আমি এখন ঘটনাস্থলে আসি। বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের সংগঠনের বৈঠকে বসেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ