সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শাহী মসজিদ। শ্যামনগর বাস টার্মিনাল থেকে আনুমানিক ৫ কিলোমিটার দক্ষিণে বংশীপুর বাসস্ট্যান্ডের উত্তরে অবস্থিত ঐতিহাসিক এ মসজিদটি। বংশীপুর গ্রামে অবস্থিত হওয়ায় বংশীপুর শাহী মসজিদ নামেই পরিচিত এটি। অনেকেই বলেন টেঙ্গা মসজিদ। ধর্মপ্রাণ মুসুল্লিরা এ মসজিদটিকে গায়েবী মসজিদ বলেও মনে করে। নাম, নির্মাণকাল ও নির্মাতা সম্পর্কে আছে অনেক তথ্য। অনেক প্রবীণ মানুষও জানেন না মসজিদটি কারা কত সালে নির্মাণ করেছিলেন। শিলালিপি না থাকায় এই মসজিদের নির্মাণকাল নিয়ে দুই ধরণের মতামত রয়েছে।
একটি মত অনুসারে রাজা প্রতাপাদিত্য তার মুসলিম অনুসারীদের জন্য নির্মাণ করেন এ মসজিদ। অপর মতানুসারে মোঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এটি নির্মাণ করেন।
৫ টি গম্বুজ বিশিষ্ট ৪১ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ১০ মিটার প্রস্থের মসজিদটি কিছুটা মুঘল আমলের নিদর্শন বহন করে। ইট দিয়ে নির্মিত এই মসজিদটি একসময় ব্যবহার উপযোগী না থাকলেও বর্তমানে ব্যাপক সংস্কার করে মসজিদটিকে আধুনিকরণ করা হয়েছে। মসজিদের সম্পূর্ণ মেঝে ও দেয়াল টাইলস করা হয়েছে। মসজিদের মূল ভবনের ৫টি কক্ষে ২টি করে মোট ১০টি এসি লাগানো হয়েছে।
প্রতি শুক্রবার জুম্মার নামাজে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসুল্লি এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। জুম্মার নামাজের দিন মুসুল্লিদের মিলন মেলায় পরিণত হয় মসজিদ প্রাঙ্গন। এছাড়া বহু দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা একনজর দেখার জন্যও এ মসজিদে ভিড় জমান।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ