ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেন্টমার্টিনে ১ হাজার ৮৫ পিস বিদেশি মদ ও বিয়ার জব্দ

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২২, ১৯:২৩

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা ৫১৮ বোতল বিদেশি মদ ও ৫৬৭ ক্যান আন্দামান বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২২ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য নিশ্চিত করেন।

ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ জানিয়েছেন, সোমবার ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সংলগ্ন ছেড়াদ্বীপ এলাকায় মাদকের একটি বড় চালান মজুদ রয়েছে।

সংবাদে সেন্টমার্টিন কোস্টগার্ডের একটি টিম ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ছেড়াদ্বীপের দক্ষিণের জঙ্গলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ৫১৮ বোতল বিদেশি (মিয়ানমারের) মদ (গ্রান্ড রয়েল) এবং ৫৬৭ ক্যান আন্দামান বিয়ার জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ বলেন, পরবর্তীতে জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ