ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

উত্তরায় গার্ডার চাপায় নিহত রুবলের দাফন সম্পন্ন

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২২, ১০:৫৩

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে ছিটকে গার্ডার চাপায় নিহত রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারা গ্রামে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নিহতদের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছায়। এ সময় স্বজনসহ এলাকার শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারের সদস্যদের আহাজারি শুরু হয়।

প্রসঙ্গত, গত সোমবার বিকেল উত্তরার জসীমউদ্দীনে প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পের এক্সপ্রেসওয়ের গার্ডার চাপায় পাঁচজন নিহত হন। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।

নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), ফাহিমা (৪০), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ভয়াবহ এ দুর্ঘটনায় হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে নবদম্পতি ভাগ্যক্রমে বেঁচে যায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ