ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সেই শিক্ষিকার স্বামী মামুনকে আদালতে নেয়া হবে আজ

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২২, ১৩:৪৮

ফেসবুকে প্রেম করে নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করে ভাইরাল হওয়া খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের স্বামী কলেজছাত্র মামুনকে (২২) আজ আদালতে সোপর্দ করা হবে। সোমবার (১৫ আগস্ট) নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামুনকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। দুপুরের পর তাকে আদালতে নেয়া হবে।

পুলিশ সুপার আরও জানান, শিক্ষিকা খায়রুনের মৃত্যুর বিষয়ে আরো তদন্তের প্রয়োজন রয়েছে। তার মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এদিকে নাটোর সদর হাসপাতালের তিন সদস্যের মেডিকেল টিম শিক্ষিকা খায়রুনের মরদেহের ময়নাতদন্ত করলেও কোন প্রতিবেদন দাখিল করেনি। ময়নাতদন্ত সম্পন্নের পর ভিসেরা রিপোর্টের জন্য আলামত ঢাকায় পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান পুলিশ সুপার।

এরআগে রোববার ভোরে নাটোর শহরের বালারিপাড়া এলাকার হাজী নান্নু মোল্লা ম্যানশনের চারতলার একটি ফ্ল্যাট থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। সেসময় স্বামী মামুনকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ