ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, সাক্ষ্য দিলেন ২ জন

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২২, ১৭:৫০

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়র শেখ মুজিবর রহমানসহ দুই জন।

রোববার (১৪ আগস্ট) জেলা স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ আগস্ট।

এ সময় আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ আসামি উপস্থিত ছিলেন। আজ সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ও দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম মুনীর, সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মীর্জা, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল বারি ও অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু প্রমুখ।

অপরদিকে, আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বলেন, আজ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ও সাংবাদিক ইয়ারব হোসেনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এই দুই জনসহ মোট ৮জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২৯ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করা হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ