ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ কিশোর

প্রকাশনার সময়: ১৩ আগস্ট ২০২২, ২১:২৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২২, ২১:৩২

মুন্সীগঞ্জের সদরে টিকটক করতে মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে এক কিশোর। শনিবার (১৩ আগস্ট) দুপুর ৩টার দিকে সেতুর উপর থেকে লাফ দেয় রাসেল নামে ওই কিশোর।

রাসেলের পরিবার জানায়, মুক্তারপুর সেতুতে টিকটক ভিডিও তৈরির জন্য সেতুর ওপর থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেয় দুই বন্ধু রাসেল ও হামিম। হামিম সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় রাসেল। পরে ৯৯৯ এ কল পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও ডুবরি দল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম জানিয়েছেন, নদীতে দীর্ঘক্ষণ খুঁজেও রাসেলকে পাওয়া না যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করেছেন তারা। রোববার আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ