ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২২, ২৩:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি নির্দেশনাকে অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৬ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারে একাধিকবার রাত ৮টার পর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারণা করা হয়।

বুধবার (১০ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উপজেলার ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দোকান খুলে রাখার অপরাধে ৬ দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, অভিযানে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়। রাতে দোকান খোলা রাখার অপরাধে ৬টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ