ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফরিদপুরে চলছে না এক-দুই টাকার কয়েন!

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২২, ১৯:১৩
ফাইল ছবি

দেশের আইন অনুযায়ী প্রচলিত কাগজি নোটের পাশাপাশি ধাতব মুদ্রা নিতে সব শ্রেণির মানুষ বাধ্য। কিন্তু ফরিদপুরে এক ও দুই টাকার ধাতব মুদ্রা নিতে অনীহায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

সরকারের পক্ষ থেকে এই মুদ্রা বাতিলের কোনো ঘোষণা আসেনি বলে রাজধানীসহ দেশের বেশিরভাগ জেলায় লেনদেনে চলছে এই মুদ্রা৷ ফলে সাধারণত মানুষের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা লেনদেনে বিপাকে পড়েছেন৷ অনেক ব্যবসায়ী, চা দোকানী ও মুদির দোকানীর কাছে জমাকৃত কয়েন নিয়ে তারা চিন্তিত৷

এ বিষয়ে বুধবার (১০ আগস্ট) বিকেলে সরেজমিনে গেলে দৈনিক নয়া শতাব্দীকে চায়ের দোকানী তারিকুল ইসলাম বলেন, ‘আমি কিছু মুদ্রা নিয়েছি বেচাকেনা করে কিন্তু এখন আমার কাছ থেকে কেউ নিতে চান না। সবখানে এই দুই টাকা ও এক টাকার কয়েন চলে শুধু আমাদের ফরিদপুর এই অবস্থা।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এনায়েত হোসেন বলেন, দোকানে কিছু কিনতে গেলে এক টাকা ফেরত পেলে আমাকে একটা নিম্নমানের চকলেট ধরিয়ে দেয়। এর কারণ দেখায় এক টাকার সংকট।

দোকানে চা খেতে আসা বোয়ালমারী নিবাসী বাকিয়ার রহমান বলেন, এক টাকা দুই টাকার কয়েন ভিক্ষুককে দিলেও নিতে চায় না। এটার সমাধান হওয়া দরকার।

এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোসা: তাসলিমা আলী দৈনিক নয়া শতাব্দীকে বলেন, ‘এবিষয়ে কোনো অভিযোগ আমরা এখনো পাইনি, পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে৷’

কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় বলেন, ‘আমি নিজেও এই ধাতব মুদ্রা নিয়ে বিপাকে থাকি, কেউ যদি এক দুই টাকার মুদ্রা নিতে না চান তবে আইনগত ব্যবস্থা নেয়ার তেমন কোনো সুযোগ নেই৷’

তবে নয়া শতাব্দীকে ভিন্ন রকম বার্তা দিয়েছেন ক্যাব ফরিদপুর শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ। তিনি বলেছেন, মুদ্রা লেনদেনে ফরিদপুরবাসীকে সচেতন করতে হবে৷ প্রশাসনের সাথে ভোক্তাদের জন্য ক্যাব সব সময় সব ধরনের সচেতনতা বৃদ্ধিতে পাশে থাকবে৷ আমি আশা করি দ্রুত ফরিদপুর জেলা প্রশাসন এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে৷

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ