ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

সিরাজগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেনা সদস্য নিহত

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২২, ১৭:৫৩

ছুটিতে বাড়িতে এসে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জে রিয়ান বাবু (২১) নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই আবু বকর সিদ্দিক গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কাজীপুর-সিরাজগঞ্জ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য রিয়ান বাবু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

আহত আবু বকর সিদ্দিক বলেন, সকালে আমরা দুজন মোটরসাইকেলে বাড়ি থেকে বের হই। রিয়ান বাবু মোটরসাইকেল চালাচ্ছিল। আমি পেছনে বসেছিলাম। পিপুলবাড়িয়া শ্যামপুর সেতু এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোভ্যান সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমরা দুজন আহত হই। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা হাসপাতালে আসি। এরপর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়ান বাবুকে মৃত ঘোষণা করে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করীম বলেন, রিয়ান বাবু যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। গতকাল সোমবার তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ সকালে চাচাতো ভাই আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পিপুলবাড়িয়া বাজারে ঘুরতে আসছিলেন। তিনি পিপুলবাড়িয়া বাজার সংলগ্ন শ্যামপুর সেতু এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সেনা সদস্য রিয়ান বাবু ও তার চাচাতো ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক রিয়ান বাবুকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ