ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২২, ১৪:৪৮

শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের দ্বন্দ্বে হঠাৎ করে সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। তবে আঞ্চলিক রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল থেকে সাতক্ষীরার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। যার ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে কী কারণে বাস চলাচল বন্ধ সে বিষয়ে কোনো কথা বলেননি বাস কাউন্টার কর্মীরা। এ নিয়ে মালিক সমিতির নেতারাও কোনো কথা বলছেন না।

এদিকে হঠাৎ গণপরিবহন বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন।

সাতক্ষীরা বাস শ্রমীক ইউনিয়নের নেতা খোকন জানান, সাতক্ষীরা ও যশোরের বাস মালিক, শ্রমিকদের দ্বন্দ্বে সকাল থেকে বাস চলাচল বন্ধ আছে। প্রশাসনের হস্তক্ষেপে আমাদের নেতারা আলোচনায় বসেছেন। আশা করছি বিকেলের মধ্যে বাস চলাচল শুরু হতে পারে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ