২০১৮ সালে ভালোবেসে মিসরীয় তরুণী নুরহানকে (২২) বিয়ে করেন বাংলাদেশী যুবক শমসের।
এদিকে দীর্ঘদিন পর নুরহানকে নদীমাতৃক নিজের দেশ দেখাতে ২ সন্তান নিয়ে দুই মাসের ছুটিতে গ্রামে ফেরেন শমসের। নীলনদ আর পিরামিডের দেশের তরুণীকে দেখতে আশপাশের এলাকার মানুষের পদচারণায় মুখরিত শমসেরের বাড়ি।
দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের অর্জনুহার গ্রামের বাদশা মিয়ার ছেলে শমসের ২০০৮ সালে কাজের উদ্দেশ্যে মিসর যান। দেশটির গির্জা এলাকায় একটি কারখানায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ১০ বছর দেশটিতে কাটিয়ে মায়ার বাঁধনে পড়ে যান তিনি। ২০১৮ সালে একটি গার্মেন্টস কারখানায় কাজের সুবাদে কায়রোর মানসাইয়া এলাকার আলী জাকীর কন্যা নুরহানের (২২) সাথে পরিচয় হয় শমসেরের। পরিচয়ের দুই মাসের মাথায় নুরহানের পরিবারের সম্মতিতেই বিয়ে করেন তারা।
ইতোমধ্যে শমসের ও নুরহানের সংসারে জন্ম নিয়েছে দুই সন্তান। বড় মেয়ের বয়স ৩ বছর, নাম রাখা হয়েছে রুকাইয়া এবং ছেলে মো: ইয়াসিন ১১ মাস বয়সী।
শমসের জানান, স্ত্রী নুরাহন ও দুই সন্তান নিয়ে বেশ সুখেই আছেন তিনি। দেশটির রাজধানী কায়রো শহরে গড়ে তুলেছেন নিজস্ব গার্মেন্টস।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ