ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কন্যা সন্তান জন্ম দিলেন তৃতীয় লিঙ্গের লতা

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২২, ০১:৩৪

পটুয়াখালীর মহিপুরে এক হিজড়ার ঘরে নবজাতকের জন্ম নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। নবজাতক কন্যা শিশুটির নাম রাখা হয়েছে তাইফা। বর্তমানে ওই নবজাতকটি এক নজর দেখতে সেখানে ভিড় করছেন কৌতুহলি শত শত মানুষ। তবে উৎসুক জনতাদের কাউকেই শিশুটির কাছে ভিড়তে দিচ্ছেন না তৃতীয় লিঙ্গের সদস্যরা। তাই এ নিয়ে মৎস্য বন্দর খ্যাত মহিপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানার সামনে বেড়িবাঁধের দক্ষিন পাশে কয়েকশো গজ দুরে একটি টিন শেডের ঘরে ভাড়া থাকেন ১৫ থেকে ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষ। ওই ঘরেরই সদস্য লতা নামের একজন নারী হিজড়া। তিনি ১০ থেকে ১৫ দিন আগে একটি নবজাতককে নিয়ে আসেন তাদের ভাড়া বাসায়। এর পর থেকেই তিনি সন্তানটি নিজে প্রসব করেছেন বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (৮ আগস্ট) রাতে তথ্য সংগ্রহে গেলে হিজড়া সদস্যরা প্রথমে সাংবাদিক পরিচয় পেয়ে ওই ঘরে প্রবেশে বাঁধা দেয়। পরে হিজড়া লতা আক্তার জানান, আমার নিজ বাড়ি ঝালকাঠিতে। ১০ দিন আগে আমি এই সন্তান প্রসব করেছি। এ কথার বাস্তবতা নেই এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমি বেশ কয়েকবার ভারতে গিয়েছিলাম চিকিৎসা নিতে। এর বেশি কিছুই তিনি বলতে রাজি হননি।

এদিকে স্থানীয়রা বলছেন, লতার সন্তান প্রসব করা বিষয়টি সম্পূর্ণ গল্প কথা এবং সাজানো। এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন জানান, মাতৃত্বের স্বাদ আসলে সবাই নিতে চায়। লতাকেও আমি স্বাগত জানাই। হয়তো মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্যই তিনি বাচ্চাটি দত্তক নিয়েছেন বা যেভাবেই হোক সংগ্রহ করেছেন। আমার পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের জানান, হিজড়ার ঘরে নবজাতকের জন্ম হয়েছে বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ