চুয়াডাঙ্গায় তেলের পরিমাণ কম দেয়ার অপরাধে দুটি পেট্রল পাম্প মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, দুপুরে উপজেলার লোকনাথপুরে মেসার্স কেএম ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। তেলের পরিমাণ কম দেয়ার অপরাধে ওই পাম্প মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনকে আমদানিকারকের ট্যাগ ও মূল্যবিহীন মবিল বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ