ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

রাজশাহীতে কমেছে যানবাহন চলাচল

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২২, ১৬:২৬

হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সারাদেশের ন্যায় রাজশাহীতেও প্রভাব পড়েছে। বিশেষ করে বাস চলাচল অর্ধেকে নেমে গেছে। এছাড়া বিভিন্ন যানবাহন চলাচল কমেছে।

রাজশাহীতে শনিবার (৬ আগস্ট) সড়কে অর্ধেকেরও কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে রাজশাহী থেকে দেশের বিভিন্ন প্রান্তে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। কিন্তু বিভাগের আন্তঃজেলা বিভিন্ন রুটের বাস চলাচল কমেছে। এতে আন্তঃজেলা রুটের যাত্রীদের সাময়িক সমস্যায় পড়তে হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ বেশ কয়েকটি আন্তঃজেলা রুটে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক থাকায় দুর্ভোগ কিছুটা কম ছিলো।

তবে রাজশাহী শহরে গণপরিবহন সার্ভিস না থাকায় অফিস-আদালতের উদ্দেশে বের হয়ে তেমনভাবে কাউকে দুর্ভোগে পড়তে হয়নি। শহরের অভ্যন্তরীণ চলাচলে তেমন প্রভাব পড়েনি। কারণ রাজশাহী নগরীতে বিদ্যুতের মাধ্যমে ব্যটারি চার্জ দিয়ে চলাচল করে অটোরিকসা। অটো চলাচল করলেও রাস্তায় মোটরসাইকেল চলাচল অর্ধেকে নেমে গেছে।

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাতের পর থেকে হঠাৎ করেই প্রায় ৫০ শতাংশ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবনে নেমে এসেছে নানান দুর্ভোগ। এরই মধ্য গোটা দেশের মত রাজশাহীর পরিবহন খাতেও সঙ্কট দেখা দিয়েছে। ভাড়া বাড়ানোর দাবিতে সড়কে বাস চলাচল কমেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, রাজশাহীতে পরিবহন চলছে। তবে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে। সরকারের পক্ষে বৈঠক বসতে পারে ঢাকায়। সে অপেক্ষায় রয়েছি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ