ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুলিশ পরিচয়ে ছিনতাই চেষ্টা, যুবলীগ নেতা আটক 

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২২, ১৩:৩০

সিরাজগঞ্জের তাড়াশের একটি আঞ্চলিক সড়কে পুলিশ পরিচয়ে ছিনতাই করার অভিযোগে যুবলীগ নেতা রাহাত খান রুবেলকে (৩২) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার পরে জেলার তাড়াশ উপজেলার তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বারুহাসের বেরখারি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ৯৯৯-এ ফোন পেয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। আটক রাহাত খান রুবেল (৩২) তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও তাড়াশ পৌরসভার খান পাড়া মহল্লার বেল্লাল হোসেন খানের পুত্র। এছাড়াও আটক রুবেল তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান এর ভাতিজা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি আটকিয়ে তিনি নিজেকে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এস আই) রুবেল হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, আমি এসআই রুবেল, তোমাদের কাছে মাদক আছে, হয় আমার সঙ্গে থানায় চলো নয়তো টাকা দাও। বলেই তিনি তাদের মোটরসাইকেলের চাবিটি নিয়ে নেন। এসময় তার সঙ্গে আরেকজন ছিল বলেও জানা গেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নাটোরের সিংড়া থেকে তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ে খেতে আসা তিন কিশোর সন্ধ্যার কিছু পরে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এসময় আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলের গতি রোধ করেন রাহাত খান রুবেল।

এসময় রুবেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে ছিনতাই করার চেষ্টা করেন। এসময় মোটরসাইকেল আরোহীরা কাছে টাকা নাই জানিয়ে বাড়িতে ফোন করে টাকা আনতে হবে বলে ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ও রাহাত খান রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, অভিযুক্ত থানা হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ