ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

লৌহজংয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা

প্রকাশনার সময়: ০৪ আগস্ট ২০২২, ১৯:৪৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সেলর আনন্দ মোহন বর্মনের সঞ্চালনায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম প্রতিনিধি, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশ নেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্র‍্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ ভূঁইয়া, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং প্রেসক্লাবের আহবায়ক মিজানুর রহমান ঝিলু, সদস্য সচিব মো. মানিক মিয়া, ব্র‍্যাকের লৌহজং শাখার ব্যবস্থাপক মো. আলামিন, ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা অ্যাডভাইজারি কমিটির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি প্রমুখ।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ