ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম মোংলায় রাশিয়ান জাহাজ

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২২, ২১:০৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ নামের একটি জাহাজ এসেছে মোংলা বন্দরে। সোমবার (১ আগস্ট) বিকেল ৪টায় পণ্যবাহী জাহাজটি বন্দরের ৬ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২৮ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি রাশিয়ার তামারুক বন্দর ত্যাগ করে। জাহাজে ১৩ জন নাবিক রয়েছেন। জাহাজটিতে ‘রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ রয়েছে।

খালাস শেষে এসব পণ্য রংপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক এইচ এম দুলাল।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, রাশিয়া ইউক্রেন-যুদ্ধের জন্য কিছুদিন বন্দরে রাশিয়ান জাহাজ আসেনি। তবে বিরতি থাকলেও রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক ভালো। এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৭০০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ ‘এমভি পেসকোয়ালিস’ মোংলা বন্দরে ভিড়েছিল। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যুদ্ধ এখনও চলমান রয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ