অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুইটি ট্রেন। সোমবার (১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-রহনপুর রুটের সিতলাই রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে। কিন্তু গতি কম থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
রাজশাহীর সিতলাই রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মতিন জানান, সকাল পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন ধরে স্টেশনে যাচ্ছিল। ওই সময় একই লাইনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। ঘটনার সময় দুটি ট্রেনেরই গতি কম ছিল। য়ার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেন দুটি পিছু হটে। এরপর দুই নম্বর লাইন দিয়ে কমিউটার এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে ওই লাইন থেকে বেরিয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন। এ ঘটনায় ট্রেনচালক সিগন্যাল অমান্য করেছিলেন নাকি স্টেশন মাস্টারের গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ