ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাকেরগঞ্জে অবৈধভাবে চরের মাটি কাটায় গ্রেপ্তার ৬

প্রকাশনার সময়: ০১ আগস্ট ২০২২, ১৭:০০

রাত পেরিয়ে দিন আবার দিন পেরিয়ে আসে রাত। ২৪ ঘন্টা অবৈধ মাটি কাটার মহাউৎসব চলে লক্ষ টাকার বাণিজ্য। ভেকু মেশিনে মাটি কাটার হিরিক, সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটায় ৬ জনকে গ্রেপ্তার করে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কলসকাঠী ইউনিয়নের এক প্রভাবশালী নেতার ছত্র-ছায়ায় সাদিস ও নারাঙ্গলের চরের মাটি কাটার এই ব্যবস্থা করেছেন তিনি, এখানে চাঁদার টাকা সাপ্তাহিক হিসেবে তোলা হয়। সাপ্তাহিক প্রতি ট্রলার থেকে তিন হাজার টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। সপ্তাহে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়। তিনি দুমকি উপজেলা প্রশাসন সহ বিভিন্ন নামে বেনামে নেতাকর্মীদের এই টাকা দেয়ার নামে আলমগীর নামক এক দালালকে নিযুক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাদিস ও নারাঙ্গল এলাকার একাধিক বাসিন্দারা জানান আমাদের দক্ষিণ সাদিসের মানচিত্র নেই সেটা মাটিখেকোদের পেটে চলে গেছে, প্রাকৃতিকভাবে জেগে ওঠা চরে দিন-রাত চলে মাটি কাটার কর্মযজ্ঞ, দুমকি উপজেলায় এই চরের কিছু অংশ পরেছে।

সোমবার (১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এ জরিমানা করেন।

সুত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটিকাটার অভিযোগ পেয়ে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।

অভিযানে তিনি উপজেলার সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে মাটিকাটায় ৬ জনকে গ্রেপ্তার করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

নয়া শতাব্দী/এমএইচআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ