ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া স্কুলছাত্রীকে থানায় নিলো পুলিশ

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২২, ২০:৪১

রংপুরের বদরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অবস্থান নেয়া নবম শ্রেণি পড়ুয়া কিশোরীকে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের মাদাই খামার জেলেপাড়া থেকে বদরগঞ্জ থানা পুলিশ তাকে নিয়ে যায়।

এ ব্যাপারে অবস্থানে বসা কিশোরী প্রেমিকা বলেন, সাগর বিশ্বাসের সাথে আমার সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক। এর মধ্যে আমরা স্বামী স্ত্রীর মত মেলামেশা করেছি। কিন্তু ২৬ জুলাই সকালে সাগর আমাকে ছেড়ে দিনাজপুরের ফুলবাড়ি থানার বেলঘাটা ইউনিয়নে অন্য একটি মেয়েকে বিয়ে করতে যায়। এটা শুনে আমি তাদের বাড়িতে অবস্থান নিয়েছি।

কিশোরী আরো বলেন, শুক্রবার বিকেলে এসে পুলিশ আমার জবানবন্দি নিয়ে আমাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যদি আমার বিয়ের বন্দোবস্ত করা না হয় তাহলে আমি আবারও সাগর বিশ্বাসের বাড়িতে গিয়ে অবস্থানে বসবো।

স্থানীয় সাবেক জনপ্রতিনিধি আইয়ুব আলী জান্তু জানান, গত ২৬ জুলাই মেয়েটি সাগর বিশ্বাস নামের যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে। কিন্তু এ ঘটনার তিনদিন আগে অন্য এক মেয়ের সাথে সাগরের আশীর্বাদ হয়। যৌতুক বাবদ ১ লাখ ৪০ হাজার এবং স্বর্ণালংকার বাবদ ৫০ হাজার টাকা সাগর বিশ্বাসের বাবাকে বুঝিয়ে দেয় মেয়েপক্ষ। এরই মধ্যে নবম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে সাগরের বাড়িতে অবস্থান নেন।

এ খবর জানতে পেরে সাগর বিশ্বাসকে নতুন বিয়ে ঠিক হওয়া তরুণীর পরিবার আটকে রাখে। পরে স্থানীয়ভাবে ২৮ জুলাই বৈঠকে বসে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওই মেয়ের পক্ষকে দেয়ার শর্তে ছেলেকে সেখান থেকে নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

তবে সময়মতো টাকা দিতে না পারায় তারা সাগরকে ছাড়েনি। বরং দেরি হওয়ায় তারা দশ লাখ টাকা দাবি করেছে। বিষয়টি নিয়ে এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানান সাবেক ওই জনপ্রতিনিধি।

এ ঘটনায় মেয়েপক্ষ এবং ছেলেপক্ষ উভয়ই থানায় অভিযোগ করেছে। এই প্রেক্ষিতে অবস্থানে বসা শিক্ষার্থীসহ উভয়পক্ষকে থানায় ডেকে নিয়ে গেছে পুলিশ বলে জানিয়েছেন স্থানীয়রা।

এব্যাপারে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিয়ের দাবিতে অবস্থানে বসা শিক্ষার্থীকে শুক্রবার বিকেলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও উভয়পক্ষের পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ