ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পূর্বধলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২২, ১৮:০৩

‘মোদের দাবি একটাই, নিরাপদ সড়ক চাই’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি নিরাপদ সড়ক চাই এর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন পালিত হয়েছে। পূর্বধলা উপজেলাবাসীর ব্যানারে চৌরাস্তায় শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় জীবনের নিরাপত্তায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক সড়কে দিনের বেলায় বেপরোয়া গতিতে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি জানানো হয়। মানবন্ধনে বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত বালুবহনকারি ও সঠিক কাগজপত্র না থাকায় দুই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পূর্বধলা থানা পুলিশ। পরে প্রতিবাদ স্বরূপ কয়েকটি ট্রাক চালককে বৈধ লাইসেন্স থাকা, গতিবিধি মেনে চলা, অতিরিক্ত বালুবহন না করা, ত্রিফাল ব্যবহার করাসহ সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, শ্যামগঞ্জ-বিরিশিরি নিরাপদ আন্দোলনের মুখপাত্র মো. রাজীবুল ইসলাম রাজীব, জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, আ’লীগ নেতা মাহাবুবুর রহমান বুলবুল, এনডিআর নেতা এম.আর মাসুম প্রমুখ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ