ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুবাই পালিয়েছেন মাদক কারবারি চেয়ারম্যান আজিজ 

প্রকাশনার সময়: ২৮ জুলাই ২০২২, ০৪:৩৩

শুল্ক ফাঁকি দিয়ে ৩৭ কোটি টাকা মূল্যের ৩৭ হাজার বোতল বিদেশি মদের চালান এনেছে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার দুই ছেলে। এই অবৈধ মদের কারবার নিয়ন্ত্রণ করত পিতা-পুত্রের সিন্ডিকেট। এর মধ্যে তার ছোট ছেলে আব্দুল আহাদকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের গ্রেফতার অভিযানের আগেই দুবাই পালিয়ে গেছেন আজিজ চেয়ারম্যান ও তার বড় ছেলে আশিক ইসলাম। দুবাই থেকেই তারা এই মদ এনেছিলেন।

র‍্যাব কমান্ডার মঈন স্বীকার করেছেন আশিক ইসলাম ও তার বাবা আজিজুল ইসলাম গত শনিবার ভোরে দুবাই চলে গেছে। আহাদও দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর গিয়েছিল। পিতা ও দুই পুত্রের ব্যবসায় সহযোগিতা করেন দুবাইয়ে একটি হোটেল ব্যবসার সঙ্গে জড়িত নাসির উদ্দিন। তার বাড়িও মুন্সীগঞ্জ। নাসিরের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন আজিজুল ইসলাম। নাসিরের মাধ্যমেই মদের চালান দেশে আসে। র‍্যাব জাফর ও শামীম নামের দুই সিঅ্যান্ডএফ এজেন্টকে শনাক্ত করেছে।

জানা গেছে, আজিজুল এখন পর্যন্ত ১০ থেকে ১২ বার, আহাদ ৪ থেকে ৫ বার ও আশিক কয়েকবার দুবাই গেছেন। গ্রেফতার আহাদ একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।

এদিকে আজিজ চেয়ারম্যানের মুন্সীগঞ্জের বাড়ির এক ভাড়াটিয়ার মৃত্যু নিয়ে উঠেছে প্রশ্ন। চেয়ারম্যান আজিজুল কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তিনি দুইবার চেয়ারম্যান হয়েছেন।

মদ আটকের আগের দিন শুক্রবার আজিজুলের ভাড়াটিয়া ফারুক হোসেনের (৪০) অস্বাভাবিক মৃত্যু হয়। চেয়ারম্যানের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। এই ঘটনায় ফারুকের বড় ভাই শাহজাহান মুন্সীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

শাহজাহান সাংবাদিকদের বলেছেন, শুক্রবার রাত ২টা থেকে পরদিন সকাল সাড়ে ৯টার মধ্যে ফারুকের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কীভাবে মৃত্যু হলো বা মৃত্যুর কারণ তাদের কাছে স্পষ্ট নয়। এখন চেয়ারম্যানের মদের চোরাচালানের খবর শোনার পর ফারুকের আত্মীয়স্বজনেরা নানা সন্দেহ করছেন। ফারুক সেলামতি গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। যেদিন মৃত্যু হয়েছিল, সেদিন তিনি একাই বাসায় ছিলেন।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, লাশের পোস্টমর্টেম করা হয়েছে। প্রতিবেদন এখনো হাতে পায়নি পুলিশ। তা পেলে মৃত্যুর কারণ বোঝা যাবে।

জানা যায়, ষোলঘর-বীরতারা রাস্তার পাশে প্রায় ১ একর জমির ওপর আজিজের গোডাউন রয়েছে। এখানে প্রায়ই রাতের বেলা কনটেইনার আসে। এর আড়ালে কি আনা নেওয়া হতো তা তারা জানেন না। প্রথম দফায় চেয়ারম্যান হয়েই চীন থেকে অটোরিকশার ব্যাটারি আমদানির সঙ্গে সঙ্গে নানা রকম পণ্য আমদানি শুরু করেন। অবৈধ ঘোষণার সিগারেট আমদানি করতে গিয়ে পানগাঁও বন্দরে ধরাও পড়েন তিনি।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ