ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে ২টি আ’লীগ ও ২টিতে স্বতন্ত্র বিজয়ী

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২২, ২১:১৩ | আপডেট: ২৭ জুলাই ২০২২, ২১:২২

টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (২৭ জুলাই) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

ছিলিমপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন (চশমা) বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি পান ৫ হাজার ৩৬৩ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রাথী মো. সেলিম (আনারস) পান ২ হাজার ৫০৬ ভোট।

কাকুয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন। কাকুলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন। মাহমুদনগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ইভিএমে স্লো ভোটিং এর কারণে কিছু কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু করতে ২ প্লাটুন বিজিবি, ৪৯০ জন পুলিশ সদস্য, র‌্যাবসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলো ৭৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৯ টি কেন্দ্রই ছিলো ঝুঁকিপূর্ণ।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারদের কারণে কিছু কিছু কেন্দ্রে নিদিষ্ট সময়ের পরেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ৭০ ভাগের বেশি ভোট কাস্টিং হয়েছে বলে তিনি জানান।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ