ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিনেতা আফজাল হোসেনের মায়ের দাফন

প্রকাশনার সময়: ১৯ জুলাই ২০২২, ১৫:২৫

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানমের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার পারুলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত রোববার (১৭ জুলাই) রাত ৮টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনুয়ারা খানমের মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাসহ কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মনুয়ারা খানম পারুলিয়া মহিলা আহসানিয়া মিশনের সভাপতি ছিলেন।

এদিকে, সোমবার দুপুরে মরহুমা মনুয়ারা খানমের মরদেহ তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় আনা হয়। এসময় তাকে শেষ বারের মতো দেখার জন্য স্বজনরা ভীড় জমায়। বাদ আছর সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন পারুলিয়া সেট মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরার নলতা শরীফের খাদেম মো. আব্দুর রাজ্জাক এবং মরহুমের পুত্র বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ