ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের ভুলেই রোগীর মৃত্যু হয়েছে: ডা. মুরাদ

প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২২, ১৯:০২

গাইবান্ধায় ভুল চিকিৎসায় ওমর উদ্দিন (৯০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পেছনে ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এম আই কাইয়ুম দায়ী বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরত চিকিৎসক মনির হোসেন মুরাদ।

বুধবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে গাইবান্ধা সদর হাসপাতাল গেট সংলগ্ন ঢাকা ডায়াগনস্টিক সেন্টারে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওমর উদ্দিন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নয়ন শেখের ছেলে।

নিহতের স্ত্রী হাসনা বেগম বলেন, সকাল ৭টার দিকে হার্টের চিকিৎসার জন্য আমার স্বামীকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করি। সেখানকার দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যেতে বলেন। এসময় ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আমাদেরকে তার প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানকার ডাক্তার প্রেসার স্বাভাবিক করতে স্যালাইনের মধ্যে দেওয়ার জন্য একটি ইনজেকশন আনতে বলেন। পরে ইনজেকশন আনার পর সেটি স্যালাইনে না দিয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুম আমার স্বামীর হাতে পুশ করেন। এরপরই তিনি মারা যান।

এ ঘটনায় ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত চিকিৎসক মনির হোসেন মুরাদ বলেন, হৃদরোগের সমস্যা নিয়ে এক বৃদ্ধ রোগীকে নিয়ে তার স্বজনরা সকাল সাড়ে দশটার দিকে ঢাকা ডায়াগনস্টিক সেন্টার এ নিয়ে আসেন। তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। তাকে রংপুরে রেফার্ড করা হয়েছিল। এসময় তার প্রেসার একেবারেই কম ছিল। আমি হৃদরোগের প্রাথমিক ঔষধ খাইয়ে আমার চেম্বারে আসি এবং প্রেসার স্বাভাবিক করতে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাইয়ুমকে একটি ইনজেকশন আনতে বলি। ইনজেকশন আনার পর সেটি আমার মাধ্যমে সঠিক নিয়ম অনুযায়ী প্রতি মিনিটে ৮ ফোঁটা করে স্যালাইনে পুশ করার কথা। কিন্তু পরিচালক কাইয়ুম আমাকে না জানিয়ে ইনজেকশনটি রোগীর শরীরে সরাসরি প্রবেশ করান। এর ১ মিনিটের মধ্যেই রোগী ওমর উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে ঢাকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এম আই কাইয়ুমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এক ঘণ্টা পর কথা বলবেন বলে জানান।

গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. আ খ ম আখতারুজ্জামান বলেন, কোনো ডায়াগনস্টিক সেন্টার এ রোগীর চিকিৎসা দেওয়াটাই অবৈধ। সেখানে চিকিৎসক ছাড়া ডায়াগনস্টিক সেন্টারের একজন পরিচালক কিভাবে ইনজেকশন পুশ করে? এটা সত্যিই আশ্চর্যের। ডায়াগনস্টিক সেন্টার ও এর পরিচালকের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ