ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিক্রি হয়নি ‘কালা পাহাড়’

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২২, ০৯:৩৩ | আপডেট: ১১ জুলাই ২০২২, ০৯:৩৪

ফ্রিজিয়ান জাতের ৫৫ মণ ওজনের ‘কালা পাহাড়’ বিক্রি হয়নি। কালা পাহাড়কে ঢাকার গাবতলীর পশুর হাটে বিক্রির জন্য নিয়ে গেলেও কাঙ্ক্ষিত দাম মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মালিক সৌমিক আহমেদ সাগর। যশোর সদর উপজেলার মাহিদিয়ার সৌমিক আহমেদ সাগর বলেন, শখের বসে গরু পালন করি। কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয় ২২০০ কেজি (৫৫ মণ) ওজনের কালা পাহাড়কে। ৩ বছর ধরে এই গরুকে লালনপালন করছি। কিন্তু যশোরে সাড়ে ১২ লাখ টাকা দাম উঠলেও গাবতলীতে দাম উঠেছে মাত্র ৪ লাখ টাকা।

‘বড় লস হয়ে গেলো। ৩ বছরে ১০ লাখ টাকা খরচ করেছি। কিন্তু খরচের টাকাই উঠছে না।’

তিনি জানান, প্রতিদিন খাদ্য তালিকায় কালা পাহাড়ের রয়েছে ১৬-১৭ কেজি ধান, চাল, গম, ছোলা, কেওড়া, খেসারি, মসুর ডাল, সয়াবিন, সরিষা, তুলাবীজ, নারিকেলের খৈল, কালিজিরাসহ ১৪ রকমে মিশ্রিত পালিশ। সাথে বিচলি ও কাঁচা ঘাস।

‘নওয়াপাড়া থেকে ৬৫ হাজার টাকা দিয়ে এই ফ্রিজিয়ান জাতের গরুটা ক্রয় করি। ৩ বছর যাবত নিজের সন্তানের মতো করে লালনপালন করেছি। কোরবানি ঈদে গরুটির দাম নির্ধারণ করেছিলাম ৩০ লক্ষ টাকা। কিন্তু বিক্রি হয়নি।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ